ছাড়া পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । মঙ্গলবার সকালেই সন্দেশখালি যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করে পুলিশ । প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর এদিন বিকেলে মুক্তি পেলেন আইএসএফ নেতা । লালবাজার থেকে বেরিয়েই পুলিশের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।
নওশাদের দাবি, তাঁর গ্রেপ্তারি সম্পূর্ণ বেআইনি । তিনি পুলিশের বিরুদ্ধে আইনি পথে লড়বেন । নওশাদ স্পষ্ট জানান, এভাবে তাঁকে আটকানো যাবে না । বরং লড়াই আরও বাড়বে । এভাবে স্বাধীন নাগরিক, দায়িত্বশীল বিরোধীদের আটকানো যায় না। তাঁর অভিযোগ, পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুলিশ এই কাজ করেছে ।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দেন নওশাদ সিদ্দিকি। সায়েন্স সিটির কাছেই তাঁর গাড়ি আটকে দেয় পুলিশ। নওশাদের দাবি, তাঁর সঙ্গে ৪ জনের বেশি লোক ছিলেন না। এরপরই তাঁকে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, ১৪৪ ধারা লঙ্ঘন করায় গ্রেফতার করা হয়েছে তাঁকে ।