জামিন পেলেন না আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী (Naushad Siddiqi)। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। ফলে এখনও জেলেই কাটাতে হবে ভাঙড়ের বিধায়ককে। বুধবার শুনানিতে রাজ্য সরকার রিপোর্টের পাশাপাশি ২১ জানুয়ারি ধর্মতলা চত্বরের ভিডিও জমা পড়ে আদালতে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুলকালাম বাঁধে ডোরিনা ক্রসিংয়ে। সেখান থেকে ভাঙড়ের বিধায়ক নওসাদ-সহ বাকিদের গ্রেফতার করে পুলিশ। তারপর একাধিক ধারায় মামলায় রুজু করে পুলিশ। সেই মামলায় এখনও জেলেই রয়েছেন নওসাদ।
আরও পড়ুন- India Vs Australia : ইনদৌরে নায়ক কুনেম্যান, পাঁচ উইকেট অজি স্পিনারের, ইনদৌরে ভারত অলআউট ১০৯ রানে