নির্বাচনী কেন্দ্র ভাঙড়ে যেতে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ জানিয়ে সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawshad Siddiquie)। ভাঙড়ের বিধায়কের প্রশ্ন, বারবার পুলিশ তাঁকে কেন বাধা দিচ্ছে? বারবার ১৪৪ ধারা জারি রাখার কথা বলা হচ্ছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন, বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।
পঞ্চায়েত ভোটে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। বোমাবাজি, গুলি, সংঘর্ষে প্রাণহানিও হয়েছে। রবিবার নিজের বিধানসভা কেন্দ্র ভাঙড়ে যাচ্ছিলেন নওশাদ সিদ্দিকি। তাঁর গাড়ি আটকে দেয় পুলিশ। পুলিশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন ISF বিধায়ক।তিন ঘণ্টা অপেক্ষা করার পরেও তাঁর বিধানসভা কেন্দ্র ভাঙড়ে যেতে দেওয়া হয়নি বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। সেই নিয়েই আদালতের দ্বারস্থ নওশাদ সিদ্দিকি।
আরও পড়ুন: প্রবল দুর্যোগে নাজেহাল হিমাচল, থামছে না প্রাণহানি
গত মঙ্গলবার গণনার দিন কাঁঠালিয়ায় গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন জনের। স্থানীয় সূত্রে খবর, তাঁদের মধ্যে ২ জন ছিলেন আইএসএফ কর্মী। এই নিয়ে সিবিআই তদন্তের দাবিও করেছেন নওশাদ সিদ্দিকি। বৃহস্পতিবার চালতাবেড়িয়ায় আইএসএফের ঘাঁটিতে বোমা ফেটে জখম হন ৪ ISF সমর্থক। এরপরই ১৪৪ ধারা জারি করা হয়।