পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ে অশান্তির ঘটনা। বিধায়ক নওশাদ সিদ্দিকিকে এবার তলব করল সিআইডি। সোমবার বিধানসভা থেকে সোজা সিআইডির সদর দফতর ভবানী ভবনে যান আইএসএফ বিধায়ক। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়েও যান তিনি। আগামী ৩১ অগাস্ট তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
গত ১৬ জুন, নওশাদ-সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা গায়ের করেন ভাঙড় ২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর। অভিযোগপত্রে তিনি জানান, মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি ও তাঁর শ্বশুরের উপর হামলা করে দুষ্কৃতীরা। তাঁর শ্বশুরকে দুষ্কৃতীরা ইট দিয়ে থেঁতলে ও টাঙ্গি দিয়ে কুপিয়ে খুন করেন বলেও অভিযোগ। অভিযোগ, তাঁদের কাছে বোমা-বন্দুকও ছিল।
আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ! কী নির্দেশ দিলেন পুলিশকে ?
ঋত্বিকের অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ২৭৭ নম্বর FIR-এ ভারতীয় দন্ডবিধির ৩০২ নম্বর ধারায় খুনের মামলা রুজু করে কাশীপুর থানার পুলিশ। সেই মামলাতেই তাঁকে তলব করে সিআইডি।