তিনদিনের সেই মেগা উদযাপনের পর্ব চুকেছে, কিন্তু তার রেশ কি এত তাড়াতাড়ি কাটে! চারপাশে এখনও অনন্ত-রাধিকার প্রিওয়েডিং-এর চর্চা। তিন দিনই নানা জমকালো পোশাকে নজর কেড়েছেন হবু বরের দিদি ইশা আম্বানি। এবার আলোচনার ইশার ব্লাউজ। হীরে চুনি পান্নায় মোড়া ব্লাউজ পরেছিলেন মুকেশকন্যা। একটু আলোচনা তো হবেই।
কী ছিল সেই ব্লাউজের বিশেষত্ব? দেশের নামি ফ্যাশন ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা সেই ব্লাউজের নকশা করেছেন। আকাশ ছোঁয়া দামের, কী রয়েছে তাতে? কী দিয়ে বানানো? সোনা, হীরে, পান্না সব রয়েছে। ইশার আবদারে তাঁর নিজেরই সংগ্রহে থাকা গয়না থেকেই খুলে নেওয়া হয়েছে হীরে চুনি পান্না। আবার নতুন জহরতও জুড়ে দেওয়া হয়েছে। সে সব আবার খুঁজে খুঁজে আনা হয়েছে গুজরাত, রাজস্থানের বিভিন্ন অঞ্চল থেকে।
সোনা রুপোর জরির জারদৌসি কাজ করা ল্যাহেঙ্গার ওপরে সেই ব্লাউজ ম্যাচ করে পরেছিলেন ইশা। মানিয়েছিল দারুণ। তবে শুধু ইশা নয়, ব্লাউজের পেছনে বহু মানুষ, বহু কারিগর, বহু শিল্পীর শ্রম জড়িয়ে। সে কথা মনে করিয়ে দিলেন আবু জনি।