আশা জাগিয়েও হতাশ করল দার্জিলিং(Darjeeling Snowfall)। একদিনের তুষারপাতের জেরে শৈলশহরে ভিড় বাড়ছিল পর্যটকদের(Darjeeling Weather Update)। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস তাঁদের সেই আশায় কার্যত জল ঢেলে দিল বলা যায়। কারণ মঙ্গলবার হাওয়া অফিস জানিয়েছে রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত(West Bengal Weather Update)।
পৌষের প্রায় শেষলগ্নে এসে হাওয়া অফিসের পূর্বাভাসে কিছুটা হতাশ দার্জিলিংয়ে(Rain Forecast in Darjeeling) ভিড় জমানো পর্যটকরা। প্রতিবেশী সিকিমে হালকা তুষারপাত(Snowfall Update) হলেও দার্জিলিংয়ে আপাতত তুষারপাতের সম্ভাবনা নেই। বরং সান্দাকফু, ফালুট-সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলেই খবর। পাশাপাশি, সকালের দিকে মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভারী কুয়াশার(Foggy Morning in Jalpaiguri) চাদরে মোড়া থাকবে বলে জানা গিয়েছে। সঙ্গে বাড়বে হাওয়ার বেগ।
মঙ্গলবার কলকাতার তাপমাত্রা নিম্নমুখী। এদিন, সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) প্রায় এক ডিগ্রি কমে হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এদিন সকাল থেকেই কুয়াশায় ঢেকেছে চারপাশ। বুধবার পর্যন্ত কুয়াশার দাপট চলবে। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শনি ও রবিবারের মধ্যে কলকাতায় ১৩ ডিগ্রি বা তারও নীচে নেমে যেতে পারে পারদ। কলকাতার পাশাপাশি জেলায় তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি নীচে নামবে।