কিছুটা স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাল্কা বৃষ্টি হবে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সোমবার অর্থাৎ আগামীকাল থেকে পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে শুক্রবার রাতে এবং শনিবার সকালের দিকে হাল্কা বৃষ্টি হয়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকায়। পাশাপাশি শনিবার বিকালের দিকে আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হয়নি। তবে আগামী সপ্তাহের প্রায় প্রতিদিনই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের পরিস্থিতি এখনই পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার থেকে বুধবারের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সে।
দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাওয়ায় প্রবল গরমের হাত থেকে কিছুটা স্বস্তি মিলবে। বৃষ্টি না হলেও তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পাবে না। সন্ধের দিকে তাপমাত্রা অনেকটাই কমবে।