রাজ্যে এবার ভারী বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। শুক্রবার বিকালে এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ নিম্নচাপ বলয়, নিম্নচাপে পরিণত হয়েছে। এবং সেটি ওড়িশায় অবস্থান করছে। পুরী এবং গোপালপুরের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে সেটি। এবং ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এর ফলে শনিবার সকালে পুরীর কাছে স্থলভাগে প্রবেশ করে ছত্তীসগড়ের উপর দিয়ে এগোতে থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। এছাড়াও রবিবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই পরগনায় বৃষ্টি হতে পারে।
শুধু দক্ষিণবঙ্গ নয়। উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ঝড়বৃষ্টিতে হতে পারে।
তবে দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ঝড়বৃষ্টির জন্য মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তাও জারি করা হয়েছে। রবিবার রাত পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।