Bengal school summer vacation : রাজ্যের স্কুলে গরমের ছুটি কবে ? জানা যেতে পারে বুধবার নবান্নের বৈঠকে

Updated : Apr 27, 2022 06:39
|
Editorji News Desk

আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের (West Bengal) তিন জেলা ছাড়া দক্ষিণবঙ্গের (South Bengal) বাকি জেলায় তাপপ্রবাহ চলবে। মঙ্গলবারও তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। এই পরিস্থিতি কী রাজ্যে স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) এগিয়ে আসবে ? এর উত্তর সম্ভবত মিলতে পারে বুধবার নবান্নে ডাকা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকে। ইতিমধ্যে কলকাতার একটি নামকরা স্কুল তিনদিন অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব বর্ধমানের জেলা স্কুল দফতর থেকে জানানো হয়েছে, বুধবার থেকে স্কুলের সময় একঘণ্টা এগিয়ে আনা হবে। কারণ রাজ্যের বিভিন্ন জেলা থেকে অভিভাবকদের দাবি স্কুল গুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হোক।

উচ্চমাধ্যমিক চলছে। তারপর হবে রাজ্যের জয়েন্ট পরীক্ষা। এরমধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, গরমের ছুটি নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে স্কুলে-স্কুলে পর্যাপ্ত জল এবং ওআরএসের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, বেলার বদলে সকালে স্কুল খোলায় পরামর্শ দেওয়া হয়েছে। তবে অনেক এলাকাতেই একই বিল্ডিংয়ে প্রাতঃ এবং দিবা বিভাগের ক্লাস হয়। ফলে বেলার স্কুলের সময় এগিয়ে আনা কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনার বিষয় ভাবাচিন্তা করছে শিক্ষাদফতর।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “প্রবল গরমের সঙ্গে কি করে মোকাবিলা করতে হবে তা নিয়ে আমরা নির্দেশিকা দিয়েছি। স্কুলের সময় এগিয়ে এনেছি। যদি প্রয়োজন বুঝি তাহলে গরমের ছুটি এগিয়ে আনা হবে।” আবহাওয়া দপ্তর বলছে, সোমবার স্বস্তি দিয়ে সামান্য বৃষ্টি হতে পারে। সেই কথা উল্লেখ করেন ব্রাত্য জানান, “সোম-মঙ্গলবারটা দেখেনি। আরেকটু পরিস্থিতি দেখে নিতে চাই।” মন্ত্রী আরও মনে করিয়ে দিয়েছেন, “করোনার জন্য গত দু’বছর স্কুল বন্ধ ছিল। পড়াশোনায় তার প্রভাব পড়েছে। তাই গরমের ছুটি দেওয়ার আগে আরেকটু পরিস্থিতিটা দেখে নেওয়া দরকার।”

SchoolVacationsummerWEST BANGAL

Recommended For You

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি