আজকের দিনটি দেশের সংসদে কালো দিন হয়ে থাকবে। মহুয়া মৈত্রের লোকসভার সদস্যপদ বাতিল হওয়া প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন সি পি আই এম নেতা সুজন চক্রবর্তী। এই ইস্যুতে মহুয়ার পাশে দাঁড়িয়ে BJP-কে কাঠগড়ায় তুলেছেন তিনি। অভিযোগ, আদানি ও মোদীর বিরোধিতা করাতেই মহুয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে BJP।
টাকা নিয়ে প্রশ্ন কাণ্ডে লোকসভায় সদস্যপদ বাতিল করা হয় মহুয়া মৈত্রের। সেবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মহুয়ার পাশে দাঁড়িয়েছেন সুজন। তিনি বলেন, "এথিক্স কমিটি ওভার অ্য়াকটিভ হয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে রিপোর্ট দিয়েছে। নারদ কাণ্ডের পর আট বছর হয়ে গেছে। একবারও তারা বসতে পারল না। আদানী অথবা মোদীর বিরোধিতা করলে ওদের গায়ে লাগে।" যদিও তৃণমূল ও BJP-র আঁতাতের অভিযোগ তুলেছেন তিনি।
পাশপাশি তিনি অভিযোগ করেন, মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তাঁর কোনও কথা শোনা হয়নি বলেও অভিযোগ।