যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার । মৃত শিক্ষকের নাম সুমন নিহার (৩৭) । জানা গিয়েছে, দিন কয়েকের জন্য মুর্শিদাবাদের বাড়িতে গিয়েছিলেন তিনি । মঙ্গলবারই কলকাতায় ফেরার কথা ছিল । কিন্তু, এদিন সকালেই বাড়ি থেকে অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । লালগোলার বালিপাড়া এলাকার ঘটনা । পরিবারের দাবি, আত্মহত্যা করেছেন সুমন ।
জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন সুমন । কাজের সূত্রে কলকাতাতেই থাকতেন । আর মুর্শিদাবাদের বাড়িতে থাকতেন বাবা-মা । পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে কলকাতায় ফেরার ট্রেন ছিল সুমনের । কিন্তু, ফেরা আর হল না । এদিন দুপুরে তাঁরা ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন সুমনকে । লালগোলার কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।
পরিবারের দাবি, আত্মহত্যা করেছেন সুমন । কিন্তু, কী কারণে এত বড় পদক্ষেপ করলেন যাদবপুরের অধ্যাপক, তা স্পষ্ট নয় কারও কাছে । পুলিশ তদন্ত শুরু করেছে । আত্মহত্যা নাকি অধ্যাপকের মৃত্যুর পিছনে লুকিয়ে অন্য কারণ, তা তদন্ত করে দেখছে পুলিশ ।