আজ, মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) অষ্টমী। আলোয় সেজে উঠেছে কৃষ্ণনগর ও চন্দননগর। নবমীতে দেবী জগদ্ধাত্রীর সব থেকে গুরুত্বপূর্ণ পুজো হয়। কিন্তু, জগদ্ধাত্রী পুজোর রেশ শুরু হয়ে যায় তার অনেক আগে থেকেই। দুর্গা পুজো মিটলেই ঢাকে কাঠি পড়ে চন্দননগরে। জগদ্ধাত্রী পুজোর আয়জনে মেতে ওঠেন উদ্যোক্তারা।
আলোর রোশনাইয়ে সেজে উঠেছে চন্দননগর। থিকথিকে ভিড় জমেছে মণ্ডপগুলিতে। অষ্টমীর সকালে যে ভিড় বেড়েছে কয়েকগুণ। থিমের জোয়ারে চন্দননগর ভাসলেও নজর কেড়েছে সাবেকি প্রতিমা এবং তাঁর সজ্জা। কারণ ঐতিহ্যে, আলোকসজ্জায় এবং সাবেকিয়ানার মেলবন্ধনের দৃষ্টান্ত জগদ্ধাত্রী পুজো। যা দেখতে মহাঅষ্টমীর সকাল থেকেই ভিড় করেছেন বিভিন্ন জেলার মানুষ।
চন্দননগরে দেবী জগদ্ধাত্রীর রূপ সনাতনী। এখানকার সব থেকে বড় পুজোর মধ্যে রয়েছে তেমাথা, বাগবাজার, লালবাগানের পুজো। প্রতিমায় কোনও বৈচিত্র না থাকলেও, বৈচিত্র রয়েছে প্রতিমার সাজে। কোনও মণ্ডপে দেখা যায় ডাকের সাজ কোথাও আবার শোলার সাজ। যা একবার চাক্ষুস দেখতে অষ্টমীর দিন দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন দর্শনার্থীরা।