উৎসবের মরশুম এখনও শেষ হয়নি। কালী পুজোর পর ফের জগদ্ধাত্রী পুজোয় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কথা।
জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। শহর কলকাতার দুর্গা পুজোয় মতোই দর্শনার্থীদের ঢল নামে চন্দননগরে। তাই যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় তা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, জগদ্ধাত্রী পুজোর কারণে হাওড়া শাখায় মোট ছয় জোড়া লোকাল ট্রেন অতিরিক্ত চালানো হবে। এর মধ্যে পাঁচ জোড়া লোকাল ট্রেন চালানো হবে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে। বাকি একটি চালানো হবে হাওড়া বর্ধমানের মধ্যে।
কখন ছাড়বে এই স্পেশাল ট্রেনগুলি ?
হাওড়া - বর্ধমান স্পেশাল
- হাওড়া মেন লাইন আপ - ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে ১ টা ১৫ মিনিটে। ট্রেনটি ব্যান্ডেলে পৌঁছবে রাত ২টো ২০ মিনিটে। এরপর সেটি বর্ধমান পৌঁছবে ভোর ৩ টে ৫০ মিনিটে। ট্রেনটি চালানো হবে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।
- বর্ধমান থেকে মেন লাইন ডাউন ট্রেন ছাড়বে ১০ টায়। ট্রেনটি ব্যান্ডেল পৌঁছবে রাত ১১ টা ৫৩ মিনিটে। সেটি হাওড়া পৌঁছবে রাত ১ টায়। ট্রেনটি চালানো হবে ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত।
- এছাড়াও ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৩৬০৮৮ মসাগ্রাম- হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। তার পরিবর্তে ৩৬০৯৮৭ হাওড়া মসাগ্রাম লোকাল বর্ধমান পর্যন্ত চালানো হবে। যেটি মেন লাইন স্পেশাল হয়ে বর্ধমান পৌঁছবে। ট্রেনটি বর্ধমান থেকে ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। যেটি ব্যান্ডেলে ঢুকবে রাত ১১টা ৩০ মিনিটে। হাওড়ায় পৌঁছবে ১২ টা ৩৫ মিনিটে।
হাওড়া - ব্যান্ডেল স্পেশাল ট্রেন (এই ট্রেনগুলি ছাড়বে ৩১ অক্টোবর থেকে ৩-৪ নভেম্বর পর্যন্ত)
- হাওড়া থেকে আপ লাইনে ট্রেন স্পেশাল ট্রেন চলবে বিকেল ৫ টা ২০ মিনিটে, সন্ধে ৭ টা ৫৫ মিনিটে, রাত ৮ টা ৩৫ মিনিটে, রাত সাড়ে ১১ টায় ও রাত সাড়ে ১২ টায়।
- ব্যান্ডেল থেকে ডাউন লাইনে ট্রেন ছাড়বে সন্ধে ৬ টা ৩৫ মিনিটে, রাত ৯ টা ২০ মিনিটে, রাত ৯ টা ৫৫ মিনিটে, রাত ১ টায় এবং রাত ২ টোয়।
- এছাড়াও জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের দিন হাওড়া-ব্যান্ডেল লাইনে আরও একজোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটি শুধুমাত্র ৪ নভেম্বর চালানো হবে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে রাত ২টো ৩৫ মিনিটে। ব্যান্ডেলে ঢুকবে ভোর রাত ৩টে ৫০ মিনিটে। অপর ট্রেন ডাউন ব্যান্ডেল থেকে ভোর ৪টের সময় ছাড়বে। যেটি হাওড়া পৌঁছবে ৫টা ১০ মিনিটে।