স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মজয়ন্তী উপলক্ষে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ১২ জানুয়ারি জাতীয় যুব দিবস (National Youth Day)। দিনটিকে স্মরণ করে তিনি যুব সম্প্রদায়ের প্রতিভাকে কাজে লাগানোর পরামর্শও দিলেন রাজ্য সরকারকে।
ধনখড় টুইট করেন, ‘স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এবং জাতীয় যুব দিবস। আশা করব রাজ্য সরকার যুব প্রতিভাকে তুলে ধরার এবং কাজে লাগানোর চেষ্টা করবে।’
রবীন্দ্রনাথের কবিতার একটি পঙ্ক্তিও তিনি যুব সম্প্রদায়ের প্রতি উৎসর্গ করেন- ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।’ রাজ্যের যুব সম্প্রদায়ের প্রতিভাকে নিংড়ে নিয়ে তা কাজে লাগানোর কথাও বলেছেন।