রামপুরহাটের (Rampurhat) ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চিঠির জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।
মমতাকে লেখা চিঠিতে ধনখড় জানিয়েছেন, এমন ঘটনার পর তিনি চুপ থাকতে পারেন না। তাঁর বিরুদ্ধে আবারও বিরুদ্ধতার মনোভাব প্রকাশ করেছেন মমতা, অভিযোগ রাজ্যপালের। কিন্তু রামপুরহাটের বগটুইয়ে সঞ্জু শেখের পুরো পরিবার— ছ’জন মহিলা এবং দুটো শিশুকে পুড়িয়ে দেওয়ার পর রাজ্যপাল হিসেবে তিনি চুপ থাকতে পারেন না।
আরও পড়ুন: Rampurhat Clash: আত্মীয় পরিচয়ে দেহ শনাক্ত করা আলিউদ্দিনকে চিনতেই পারছে না মৃতদের পরিবার!
রাজ্যপালের দাবি, রামপুরহাটের ঘটনার পরও যদি তিনি চুপ করে থাকেন, তাহলে তা সাংবিধানিক কর্তব্যে অমার্জনীয় কাজ হবে।
রাজ্যপালকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, রাজ্যে শান্তি বজায় আছে। তার মধ্যে রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক। যার প্রেক্ষিতে ধনখড়ের দাবি, 'এর চেয়ে হাস্যকর দাবি কিছু হতে পারে না।'