রামপুরহাট হত্যাকাণ্ড(Rampurhat Genocide) নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহেই আগামী ১ সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) চিঠি দিয়ে রাজভবনে আসার আমন্ত্রণ জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। চিঠিতে রাজ্যপাল লিখেছেন, সম্প্রতি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই বিষয়ে তিনি(Governor Jagdeep Dhankhar) মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান।
মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) লেখা চিঠিতে রাজ্যপাল আরও লিখেছেন, ‘সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে তিনি উদ্বিগ্ন। কোর্টের নির্দেশে রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে সিবিআই(CBI)। ফলে এ বিষয়ে যাবতীয় পদক্ষেপ আইনানুগ হওয়া উচিত, রাস্তায় নেমে কখনই এই বিষয়ে সুরাহা করা সম্ভব নয়।’ পাশাপাশি, সোমবার বিধানসভায় বিধায়কদের হাতাহাতি নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান বলেও চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankhar)।
আরও পড়ুন- Rampurhat Violence: বগটুই কাণ্ডে সিবিআই-এর নজরে দমকলও,
রামপুরহাট হত্যাকাণ্ডে(Rampurhat Genocide) সিবিআই তদন্তে গাফিলতি বা তদন্ত উদ্দেশ্যপ্রণোদিত হলে রাস্তায় নেমে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। টুইটে সে বিষয়েও উদ্বেগপ্রকাশ করেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদের অবস্থান নিয়েছেন, তা নিয়েও উদ্বিগ্ন রাজ্যপাল(Jagdeep Dhankhar), এমনটাই বলা হয়েছে চিঠিতে।