Jangipur Fraud Husband: অনাথ পরিচয় দিয়ে ২৪টি বিয়ে! প্রতারণার অভিযোগে শ্রীঘরে বারাসতের ঠগ বর

Updated : Oct 07, 2022 09:52
|
Editorji News Desk

একটা দু'-টো নয়। নিজেকে অনাথ পরিচয় দিয়ে একেবারে দু'ডজন বিয়ে করে পুলিশের জালে বারাসতের এক যুবক। ধৃত ওই যুবকের নাম আসাবুল মোল্লা। মুর্শিদাবাদের সাগরদিঘির এক প্রতারিত তরুণীর অভিযোগের ভিত্তিতে বুধবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সিম কার্ড, ভুয়ো নথি ও নগদ কিছু টাকা। 

পুলিশ সূত্রের খবর, ধৃত আশাবুল নিজেকে গাড়ির চালক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ঘর ভাড়া নিতেন। এরপর ওই এলাকায় নিজেকে অনাথ বলে সহানুভূতি আদায় করতেন সকলের কাছে। তারপর নিজের প্রেমের জালে ফাঁসাতেন ওই এলাকারই কোনও মেয়েকে। বিয়েও করতেন তিনি। বিয়ের পর কিছুদিন সংসার করতেন শ্বশুর বাড়িতে। আর সুযোগ বুঝতেই আচমকা বৌয়ের গয়না নিয়ে চুপিসারে এলাকা থেকে পালিয়ে যেতেন। বন্ধ করে দিতেন মোবাইল। আবার নতুন কোনও এলাকায় গিয়ে একই ভাবে বিয়ে করতেন তিনি। এভাবে মোট ২৪টি বিয়ে করেছে বলে অভিযোগ। 

অভিযুক্তের থেকে প্রতারিত হওয়ার পর মুর্শিদাবাদের সাগরদীঘি এলাকার এক তরুণী থানায় লিখিত অভিযোগ করেন। তিনি জানান, তাঁদের পরিবারের জমানো টাকা এবং তাঁর সব সোনা-গয়না নিয়ে চম্পট দিয়েছে স্বামী। একাধিক নম্বর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও ভাবেই সম্ভব হয়নি। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। 

অবশেষে অভিযুক্তর খোঁজ পায় পুলিশ। তাঁকে গ্রেফতার করতে সাগরদিঘি থানা থেকে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায় আসেন আধিকারিকরা। এরপর বারাসত থানার কাজিপাড়ার বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করে সাগরদিঘি থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার তাঁকে জঙ্গিপুর আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।   

barasatMurshidabadWest Bengal

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন