২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন শুভেন্দু অধিকারীর গাড়ির উদ্দেশে আনসারের নেতৃত্বেই হামলা হয়েছিল। এমনটাই দাবি বিজেপি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় মূল অভিযুক্ত আনসার শেখের হলদিয়ায় নিয়মিত যাতায়াত আছে বলেও দাবি করেছে গেরুয়া শিবির।
এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন, "গত বছর ২ মে পাথর ছুড়েছিল আমার গাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারানোর পরে হলদিয়ায় সার্টিফিকেট নিতে গেলে যে পাথর ছুড়ছিল সেটা তো সবাই দেখেছে।" আনসার প্রসঙ্গে তিনি রাজ্যের শাসকদলকে আক্রমণ করে আরও বলেন, "আনসার আমরা গাড়ি ভাঙচুর করেছিল। সে এখন দিল্লিতে অশান্তি বাঁধানোর মূলচক্রী। তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গ গোটা দেশে গুন্ডা, বদমাশ, দাঙ্গাকারী সরবরাহের জায়গা হয়ে উঠেছে।" তাঁর কথায়, গোটা ভারতবর্ষে যত সন্ত্রাসবাদী আছে তা পশ্চিমবঙ্গ থেকে সাপ্লাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আনসারের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে আগেই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, হলদিয়ার তৃণমূল কাউন্সিলর আজিজুল রহমানের সঙ্গে আনসারের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আনসারকে তিনি চেনেন বলে স্বীকারও করে নিয়েছেন ওই তৃণমূল কাউন্সিলর।