রাজ্যে যেন টুইন টাওয়ারের ছড়াছড়ি। নয়ডার টুইন টাওয়ার ধ্বংস থেকেই এই নাম ঘুরছে সকলের মুখে মুখে। তার উপর থিম পুজোর কারণে ইতিমধ্যেই রাজ্যবাসী দেখে ফেলেছে বুর্জ খলিফার আদলের দুর্গা পুজোর মণ্ডপ। আর এই বছর দুবাইয়ের পর রাজ্যবাসীকে মালয়েশিয়া টুইন টাওয়ার ঘোরার সুযোগ করে দিয়েছিল নদীয়ার কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব ও ব্যবসায়ী সমিতির পুজো। উপচে পড়া ভিড় ছিল সেই পুজো মন্ডপে৷
এবার কালী পুজোতেও টুইন টাওয়ারের ছড়াছড়ি। দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে টুইন টাওয়ার দেখতে নামল মানুষের ঢল। এবার জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের কালী পুজোর থিম ১৩০ ফুট উঁচু টুইন টাওয়ার। ৪৫ তম বছরে চন্দননগরের আলোক সজ্জায় সেজে উঠবে পুজো মণ্ডপ।
শনিবার রাত থেকেই আসন্ন কালী পূজা উপলক্ষে দাদাভাই ক্লাবের ১৩০ ফুট উচ্চতাবিশিষ্ট সম্পূর্ণ কাঁচের তৈরী মালয়েশিয়ার টুইন টাওয়ার ও তার সাথে চোখ ধাঁধানো লাইটিং দেখতে মানুষের ঢল নামলো ক্লাব প্রাঙ্গনে। করোনার কারণে গত দু'বছর পুজোর আনন্দে ভাটা পড়লেও এবছর মহাধুমধামে পুরনো মেজাজেই পুজো চলছে জলপাইগুড়িতে।
উত্তরের মতো দক্ষিণ বঙ্গেও পুজোর থিম মালেশিয়ার বহুতল। উত্তর দমদমের নিমতায় 'জোনাকি'র ষষ্ঠতম পুজোর থিমেও টুইন টাওয়ার। শনিবার সন্ধ্যায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও সাংসদ সৌগত রায়ের উপস্থিতি তে মণ্ডপের শুভ সূচনা হয়। সেখানেও থিকথিক করছে ভীড়।