শীত সবে জাঁকিয়ে পড়তে শুরু করেছে। তার সঙ্গেই লেগে রয়েছে উৎসবের আমেজ। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপরেই তো বড়দিন! যীশুর আবির্ভাব দিবস উপলক্ষ্যে সেজে উঠেছে জলপাইগুড়ি৷ শহরের গির্জাগুলি ঝলমল করছে আলোয়৷ গোটা শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের প্রস্তুতি।
বড়দিন এবং নতুন বছর উপলক্ষে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান সাজানোর প্রস্তুতি চলছে পুরোদমে৷ তাই মুখে চওড়া হাসি ব্যবসায়ীদের। ছোট বড় ক্রিসমাস ট্রি, বেল, বল, সান্টাক্লজ, সান্টার টুপি, দাড়ি, মুখোশ- কী নেই! বিক্রিও হচ্ছে ভালোই। জলপাইগুড়ির দিনবাজারের ব্যবসায়ী পবন কুমার আগরওয়াল জানালেন, বাচ্চাদের জিনিসপত্রের চাহিদা বেশ বেশি৷ ঘর সাজানোর জিনিসপত্রের দাম তেমন বাড়েনি৷ তাই সব মিলিয়ে বাজার ভালোই হবে।
চা বাগানে ঘেরা শহর জলপাইগুড়ি। চা বাগানে প্রচুর খ্রিস্টধর্মাবলম্বী মানুষের বাস। তবে বড়দিন বা নতুন বছরের উৎসব তো সবার৷ সেই উৎসবের রঙে সেজে উঠেছে উত্তরবঙ্গের এই সুন্দরী শহর।