Durga Puja 2022 : 'দাদু'-র কাছে ঠাকুর দেখার আবদার, ৫০ জন 'নাতনি'-কে নিয়ে ঘুরলেন দুলালবাবু

Updated : Oct 10, 2022 07:25
|
Editorji News Desk

'দাদু'-র কাছে ঠাকুর দেখার আবদার করেছিলেন 'নাতনিরা'। সে আবদার কি আর ফেলতে পারেন 'দাদু' । তাই ৫০ জন খুঁদে 'নাতনি'-কে নিয়ে পুজোয় ঘুরে বেরালেন, ঠাকুর দেখলেন । যদিও, এই দাদু-নাতনিদের মধ্যে কোনও রক্তের সম্পর্ক নেই । তবে, ভালবাসা আছে...একটা আত্মিক সম্পর্ক রয়েছে । যা রক্তের সম্পর্কের থেকে অনেক বড় ।

এই 'দাদু' হলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ । আর জলপাইগুড়ির এক হোমের ছোট ছোট বাচ্চারা তাঁর 'নাতনি'। কাজের ব্যস্ততার মধ্যেও জলপাইগুড়ির ওই হোমে নিয়মিত যান দুলাল দেবনাথ । হোমের বাচ্চাদের সঙ্গে কথা বলেন, হাসি ঠাট্টা করেন, নিয়মিত খোঁজ নেন তাঁদের । হোমের শিশুদের কাছে তিনি খুব প্রিয় একজন মানুষ । তাই, তারা দুলালবাবুকে ভালবেসে দাদু বলে ডাকে ।  

গত দু বছর করোনার প্রভাবে পুজোয় সেভাবে আনন্দ করতে পারেনি হোমের খুদেরা । তবে, এবার আর আনন্দে কোনও 'করোনা' বাধা নেই । তাই, এবার তারা দাদুর কাছে বায়না ধরেছিল, পুজোয় পুরো একটা দিন তাদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে পুজো দেখাতে হবে । একসঙ্গে এতজন 'নাতনি'-র আবদার ফেরাতে পারেননি দুলাল বাবু । তাই, সপ্তমীর দিন একটি বাসে করে হোমের সব আবাসিকদের নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন তিনি ।

এদিন, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন পুরাকীর্তি ও আশ্রমে যান তাঁরা । ময়নাগুড়ি ব্লকে অবস্থিত জল্পেশ মন্দির ,জটিলেশ্বর মন্দির ঘুরিয়ে দেখান দুলালবাবু । সেখানে পুজো দেন । ভোগ খান । এরপর ফের বাসে করে কোচবিহার জেলার নিগমানন্দ আশ্রমে যান তাঁরা । সেখানে খুদেরা নাচ-গানের মধ্যে আনন্দে মেতে ওঠে ।  

হোমের সুপার ডালিয়া মিত্র বলেন, "জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল বাবু নিয়ম করে সকাল বিকাল আমাদের হোমে আসেন । বাচ্চাদের খোঁজ নেয় । তারাও দুলাল বাবুকে দাদু বলে ডাকে । তাই তারাই এবার ঠাকুর দেখানোর বায়না ধরেছিল । দুলাল বাবুও রাজি হয়ে যান । তাই আজ তিনি ঠাকুর দেখাতে নিয়ে যান। আজ খুব আনন্দ করেছে ওরা ।"

এপ্রসঙ্গে দুলাল দেবনাথ বলেন, "এই নিয়ে বেশ কয়েক বার বাচ্চাদের নিয়ে বেরোলাম । ওদের সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগে । এবার বাংলাদেশের এক আবাসিককেও নিয়ে গেলাম । পুজো দেখে তার খুব ভাল লেগেছে ।"

Durga Puja 2022JalpaiguriHome

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন