গ্রুপ ডি-র চাকরি বাতিলের তালিকায় নাম থাকা প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হল ভাড়া বাড়ি থেকে। শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার ঘটনায় রহস্য ঘনাচ্ছে। কোচবিহারের হলদিবাড়ির দাড়িপট্টনি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন দিলীপ বিশ্বাস (৪৬)।
মৃত ব্যক্তি জলপাইগুড়ি মরিচবাড়ি এলাকার বাসিন্দা দিলীপ। শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় ভাড়া থাকতেন তিনি। ডাকাডাকি সত্ত্বেও দিলীপ বাবু দরজা না খোলায় পাড়ার কাউন্সিলরকে ডেকে জানালা ভেঙে দেখা যায় দিলীপ উল্টো হয়ে মশারি জড়িয়ে মেঝেয় পড়ে রয়েছে৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
Binodini-Rukmini Moitra: রুক্মিণী-সহ গোটা টিমের অধিকাংশই অসুস্থ, মাঝপথে বন্ধ 'বিনোদিনী'র শুটিং
দিলীপের দাদা দীনবন্ধু বিশ্বাসের দাবি, চাকরি চলে যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন অবিবাহিত দিলীপ। তবে বাড়ির কারোর সঙ্গে তেমন সম্পর্ক ছিল না বলেও দাবি ভাই সঞ্জীবের।
গোটা ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।