মালবাজারের মর্মান্তিক ঘটনায় ম্লান হয়ে গিয়েছে পুজোর আনন্দ। জলপাইগুড়ির বিসর্জনকেও আচ্ছন্ন করল সেই যন্ত্রণা এবং শোকের ছায়া।
রীতি মেনেই বিসর্জন হল। মাথায় বিসর্জনের ঘট থাকল। সেই সঙ্গে হাতে মোমবাতি এবং বুকে কালো ব্যাচ। জলপাইগুড়ি শিক্ষা পুর্ত ও আরক্ষাপল্লী দুর্গাপুজো কমিটির বিসর্জন পর্ব সম্পন্ন হল এভাবেই।
শোকস্তব্ধ গোটা রাজ্য। তার উপর জলপাইগুড়ি জেলারই একটি জনপদ মালবাজার৷ তাই বিসর্জনে ম্লান হয়ে ঢাকের আওয়াজ। শোনা গেল না 'দুর্গা মাই কি জয়' ধ্বনি। মহিলারা বুকে কালো ব্যাচ পরে, হাতে মোমবাতি আর মাথায় বিসর্জনের ঘট নিয়ে বিদায় দিলেন দেবীকে।
পুজো কমিটির কোষাধ্যক্ষ গেপাল রায় জানান, মালবাজারের ঘটনা তাঁদের বিহ্বল করে দিয়েছে। গোটা জেলা শোকে আচ্ছন্ন। তাই মৃতদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েই এমন মৌন বিসর্জনের আয়োজন।