জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সেবক হাউজে হামলার ঘটনায় এবার মূল অভিযুক্তকে গ্রেফতার পুলিশের। ঘটনার পর থেকেই প্রদীপ রায়কে খোঁজে তল্লাশি করে পুলিশ। ১৩ দিন পর তাঁকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ।
শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে রামকৃষ্ণ মিশন। এই ঘটনার পরই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পরে আরও ৩জনকে গ্রেফতার করা হয়। কিন্তু মূল অভিযুক্ত প্রদীপ রায়কে খুঁজছিল পুলিশ। তল্লাশি শুরু করে শিলিগুড়ি কমিশনারেটের এসওজি ও একাধিক এজেন্সি।
জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের হামলায় সাড়া পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। রবিবারই এই হামলার মূল পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। তাঁকে গ্রেফতার করে ভক্তিনগর থানার হাতে তুলে দিয়েছে এসওজি। পুলিশ তাঁর জেরা করছে।