ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠী গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি এলাকায় হঠাৎ হাতির দাপটে আতঙ্কে কোনওরকমে প্রাণে বেঁচেছেন গ্রামবাসীরা। শীতের রাতে, ঘন কুয়াশার মধ্যেই বেলাগাম তাণ্ডব চালায় হাতির দল । প্রায় ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত, ফসল নষ্ট, আসবাবপত্র নষ্ট করে হাতির দল, তবে কোনও প্রাণহানির খবর মেলেনি।
জানা গিয়েছে, শুক্রবার রাত বারোটা নাগাদ তিন -চারটি হাতি ঢুকে পড়ে। সেই আওয়াজ পেয়ে, বাচ্চা নিয়ে কোনওরকমে পালিয়ে রক্ষা পায় বাসিন্দারা। বেশ কয়েকঘন্টা হাতির দল তাণ্ডব চালায় বলে জানান গ্রামবাসীরা, পাশাপাশি প্রশাসনের কাছে সাহায্যও চেয়েছেন তাঁরা।