রবিবার ময়নাগুড়ির ঘূর্ণিঝড় মিনি টর্নেডোই। আলিপুর আবহাওয়া দফতর এমনই জানিয়েছে। ৭ মিনিটের এই ঝড়ে প্রতিঘণ্টায় গতিবেগ ছিল ৭৫ কিলোমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড়ের উৎপত্তিস্থল ছিল নেপাল।
রবিবার ময়নাগুড়িতে আচমকা কালো করে আসে আকাশ। মুহূর্তে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। চোখের নিমেষে তছনছ করে দেয় গোটা এলাকা। উড়ে যায় বাড়ির চাল, উপড়ে যায় গাছ। কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। দুর্যোগের জেরে ৫ জনের মৃত্যু হয়। বহুজন আহত হন। ঝড় দেখে প্রাথমিকভাবে হাওয়া অফিসের অনুমান ছিল, এই ঝড় মিনি টর্নেডো। সেই অনুমানেই এবার সিলমোহর দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এই ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের ৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।