ইচ্ছে থাকলে কী না হয়। আর সেই প্রবল ইচ্ছাশক্তির জোরেই নিজের স্কুলকে সাজানোর পরেও স্কুলের উন্নতিতে শিক্ষারত্নের টাকাও দান করেছেন ধুপগুড়ির দক্ষিণ খয়েরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ দত্ত। কী নেই সেই স্কুলে। ঝাঁ চকচকে ক্লাসঘর থেকে শুরু করে, ডিজিটাল পঠন-পাঠনের ব্যবস্থা, ফুল-সবজি বাগান, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য শৌচালয় তৈরি হয়েছে স্কুলে। এমনকি, ফেলে দেওয়া জিনিস দিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি করা বিভিন্ন সামগ্রীর প্রদর্শনীর সংগ্রহশালাও গড়ে তুলেছেন তিনি। শুধু তাই নয়, কচিকাঁচাদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুলে বসেছে সিসিটিভি। আর এই প্রচেষ্টার সুফলও মিলেছে হাতেনাতে। ২০১৬ সালে নির্মল বিদ্যালয় পুরস্কারের পাশাপাশি এই স্কুলের ঝুলিতে রয়েছে জেলার সেরা শিশু মিত্র পুরস্কার সহ একাধিক সম্মান।
জানা গিয়েছে, পঠনপাঠনের পাশাপাশি স্কুলকে অত্যাধুনিকভাবে গড়ে তোলার জন্য২০২২ সালে শিক্ষারত্ন পুরস্কার পান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ দত্ত। তবে রাজ্য সরকারের তরফে পাওয়া অর্থ থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠনপাঠনের সুবিধার্থে স্মার্ট টিভি ও প্রিন্টার কিনে দেন শিক্ষক সিদ্ধার্থ দত্ত।
আরও পড়ুন- Birbhum Couple Suicide: লকডাউনে ব্যবসায় বিপুল ক্ষতি, চরম হতাশায় আত্মহত্যা বোলপুরের দম্পতির
এখানেই থেমে না থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে চান সিদ্ধার্থ দত্ত। এবার গোটা স্কুলে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা রয়েছে তাঁর।