জামাইষষ্ঠীর দিন বাড়ির জামাইকে প্রসাদ, লুচি পাঠানো হয়েছিল। কিন্তু সেসব খাওয়া হল না তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। কারণ নিয়ম যে বড্ড কড়া।
বৃহস্পতিবার ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়। এদিন জীবনকৃষ্ণের বাড়ি থেকে তাঁর স্ত্রী এবং পরিবারের সদস্যরা এসেছিলেন। তাঁরা জীবনকৃষ্ণের জন খাবার এবং প্রসাদ নিয়ে এসেছিলেন। কিন্তু সেই খাবার বিধায়ককে দেওয়ার অনুমতি দিল না পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এদিন জীবনকৃষ্ণের বাড়ি থেকে লুচি, প্রসাদ, গোটা ফল এনেছিলেন পরিবারের সদস্যরা। যা অনেকেই মনে করছেন ষষ্ঠী পূজার প্রসাদ এনেছিলেন তাঁরা। কিন্তু নিয়ম অনুযায়ী এভাবে কোনও খাবার বন্দিকে দেওয়ার অনুমতি নেই। তাই জামাইষষ্ঠীর খাবার আর খাওয়া হয়নি জীবনকৃষ্ণের।