তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতির দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে কুড়মি সম্প্রদায়। বুধবার এই দাবিতে ১২ ঘণ্টার বনধ ডেকেছিল কুড়মিদের ঘাঘর ঘেরা কমিটি। বনধের প্রভাবে স্তব্ধ হল জঙ্গলমহলের বেশ কিছু এলাকা। এদিন বনধের সমর্থনে রাস্তাতেও নেমেছিলেন অনেকে। দোকানপাট বন্ধ, যানবাহনের দেখা নেই রাস্তায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। বাঁকুড়া,পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম এই চার জেলায় বুধবার বনধের ডাক দেয় আদিবাসী কুড়মি সম্প্রদায়। বাঁকুড়ার রাইপুর, রানিবাঁধ, সারেঙ্গা, সিমলাপাল এবং খাতড়া ব্লকে জোরদার বনধ পালিত হয়েছে।
TMC : আজ তুফানগঞ্জে অভিষেক, দল ছাড়ার হুমকি বেশ কয়েকজন তৃণমূল নেতার
বনধের প্রভাবে বেজায় পড়তে হয় নিত্যযাত্রীদের। কুড়মিদের তফসিলি উপজাতির তালিকাভুক্ত করা এবং কুড়মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গত কয়েকদিন ধরেই লাগাতার পথে নামছেন কুড়মিরা।