পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ খুলে দলের রোষানলে পড়লেন প্রাক্তন আমলা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। জহর দলের দুর্নীতির বিরুদ্ধে পার্থ-অনুব্রতদের উদাহরণ টেনে বলেছেন, ‘‘পচে যাওয়া অংশ বর্জন করতে হবে।’’ তাঁর আরও দাবি, নিজের পরিবার এবং পরিচিতদের থেকেও তাঁকে তৃণমূল ছাড়ার কথা বলা হচ্ছে।
মঙ্গলবারই জহরকে বিঁধেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানান, "এই ধরনের আমলা উপকার নেন। তারপর ক্ষতি করার আগে একবারও ভাবেন না।" পাশাপাশি, দলে কারও কারও মতে, জহরের পদত্যাগ করা উচিত। কেউ কেউ আবার শৃঙ্খলারক্ষা কমিটির কথাও তোলেন। তবে জহরের স্পষ্ট বক্তব্য, ‘‘যিনি আমাকে এই কাজের দায়িত্ব দিয়েছেন, তিনি যদি ক্ষুব্ধ হন এবং চলে যেতে বলেন, পদত্যাগ করে চলে যাব।’’
আরও পড়ুন- Sougata Roy: দুর্নীতি নিয়ে দলবিরোধী 'মন্তব্য', জহর সরকারকে 'স্বার্থপর' বলে আক্রমণ সৌগত রায়ের
উল্লেখ্য, জহরকে রাজ্যসভায় যাওয়ার প্রস্তাবটি দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা। তৎক্ষণাৎ তা গ্রহণও করেছিলেন জহর। আর তার এক ঘণ্টার মধ্যে রাজ্যসভার প্রার্থী হিসেবে তৃণমূল এই প্রাক্তন আমলার নাম ঘোষণা করেছিল।