বেআইনি হোয়াইট হাউস ! না, এই হোয়াইট হাউজ মার্কিন প্রেসিডেন্টের নয়। এই হোয়াইট হাউজ আড়িয়াদহের জয়ন্ত সিংয়ের। এবার এই বাড়ির বিরুদ্ধে বেআইনি নোটিস ঝুলিয়ে দেওয়া হল। কেন এই বাড়ি ভাঙা হবে না, সেই ব্যাপারে ব্যাখা তলব করছে কামারহাটি পুরসভা।
জয়ন্তর কাণ্ড সামনে আসতে, সামনে এসেছিল আড়িয়াদহের মৌসুমী এলাকার এই দুধ সাদা বাড়ির কথাও। জানা যায় এই জমির আসল মালিক দিলীপ মুখোপাধ্যায় এবং ননীগোপাল মুখোপাধ্যায়। যাঁদের কাছ থেকে কার্যত জোর করে এই জমি ছিনিয়ে নিয়েছিল আড়িয়াদহের ঘটনায় গ্রেফতার জয়ন্ত সিং।
অভিযোগ ওঠে, ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপন মণ্ডলের মৃত্যুর সুযোগ নিয়ে পুরসভাকে কার্যত না জানিয়ে, পুকুর ভরাট করে এই বাড়ি তৈরি করেছিল জয়ন্ত সিং। সেই বাড়িতে এবার নোটিস সাঁটিয়ে দিল কামারহাটি পুরসভা। একইসঙ্গে জমির মালিকদের থেকে বাড়ি ভাঙা সম্পর্কে জবাব চাওয়া হয়েছে।
কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানান, জমিটি দিলীপ মুখোপাধ্যায় এবং ননীগোপাল মুখোপাধ্যায়ের নামে এবং মিউটেশনও রয়েছে। তাঁদের খোঁজ পাওয়া যায়নি বলেই জমির উপর তৈরি বাড়িতে নোটিস লাগিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পুর আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।