অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) স্ত্রী নবনীতা দাসকে (Nabanita Das) ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ। বৃহস্পতিবার উত্তর দমদমের নিমতায় জিতুর গাড়িতে ধাক্কা মারার অভিযোগ ওঠে। অভিনেতা ও তাঁর স্ত্রী নিমতা থানায় (Nimta Police Station) গিয়ে অভিযোগ দায়ের করেন। সেখানে তাঁর স্ত্রী নবনীতাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফেসবুক লাইভ করে গোটা বিষয়টি জানান নবনীতা।
অভিনেতা জিতু কমল জানিয়েছেন, একটি গাড়ি প্রথমে এসে তাঁদের গাড়িকে ধাক্ক মারে। ড্রাইভার ধরতে গেলে তাঁকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তখন তাঁর ড্রাইভার কাঁচে মেরে বাঁচার চেষ্টা করেন। পুলিশ নাকি পাল্টা অভিযোগ তুলে জানায়, কেন তাঁরা কাঁচ ভেঙেছেন। জিতুর অভিযোগ, এক ঘণ্টা ধরে থানায় দাঁড়িয়ে আছেন তাঁরা। পুলিশ একজন মহিলার সঙ্গে যে ব্যবহার করল, তা অকল্পনীয়। আগেও এই থানায় জিডি করাতে এসে হেনস্থার শিকার হয়েছিলেন বলেন দাবি করেছেন অভিনেতা। তাঁর স্ত্রী নবনীতা দাস, ফেসবুকে পরপর লাইভ করে এই ঘটনা জানিয়েছেন। তাঁর অভিযোগ, পুলিশ নাকি তাঁদের থানা থেকে বেরিয়ে যেতে বলেছে। তিনি জানান, নিরাপত্তার ভয়ে বাইরে বেরোতে পারছেন না।
আরও পড়ুন: গুজরাতের রেকর্ডে কংগ্রেসকে খোঁচা, লোকসভার বাজনা বাজালেন মোদী
প্রসঙ্গত, বুধবার সংগীত শিল্পী উস্তাদ রশিদ খানকে হেনস্থার মুখে পড়তে হয়। কলকাতা পুলিশের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। বেলেঘাটা ট্রাফিক গার্ডে তাঁক গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার পুলিশি হেনস্থার শিকার হলেন 'অপরাজিত'-এর অভিনেতা জিতু কমল ও তাঁর স্ত্রী নবনীতা দাস।