গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee), প্রিয় কমরেড পাঞ্জা লড়ছেন বার্ধক্যজনিত একাধিক অসুখের সঙ্গে। শনিবার বিকেলে আচমকা বুদ্ধবাবুর অসুস্থতার খবর চাউর হতেই রাজ্য জুড়ে অসংখ্য মানুষ তাঁর আরোগ্য কামনা করেছেন। এবার টলিপাড়ার জিতু , এবং পরিচালক অনিক দত্ত আরোগ্য কামনা করলেন বুদ্ধ বাবুর।
জিতু লিখেছেন, “প্রিয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন। আপনার পথ চেয়ে রইলাম।” এদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি শেয়ার করে অনীক দত্তর মন্তব্য, “ভালো থাকুন স্যার।” অনিক দত্তও প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Ankush Hazra-Oindrila Sen: সরলভাবে ভালবাসা জাহির করে, কড়া উত্তর পেলেন অঙ্কুশ! কী বললেন ঐন্দ্রিলা?
এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং সন্তান সুচেতন ভট্টাচার্যের সঙ্গে। হাজির ছিলেন সিপিএম নেতা রবীন দেব। দেখা করে যান সূর্যকান্ত মিশ্র। রাতে হাসপাতালে ঘুরে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।