পুরুলিয়ার (Purulia) ঝালদায় (Jhalda) কংগ্রেস (Congress) কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় আততায়ীর স্কেচ প্রকাশ করল পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, একজন প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে খুনির স্কেচ করানো হয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরুগান জানান, কংগ্রেস নেতার আততায়ীকে ধরে দিতে পারলে মোটা অর্থের নগদ পুরস্কার দেওয়া হবে। তবে সেই টাকার অঙ্ক কত সে বিষয়ে কিছু বলেনি পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, কংগ্রেস কাউন্সিলরকে যারা খুন করেছে তারা সুপারি কিলার। ভিন্ কোনও রাজ্য থেকে তাদের ভাড়া করে খুনের বরাত দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: Abhihsek Banerjee: কয়লাপাচার কাণ্ডে ফের অভিষেককে দিল্লি তলব ইডির, কেন্দ্রের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত কাউন্সিলরের ভাইপো দীপক কান্দুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এ বারের পুরভোটে কাকা তপন কান্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দীপক।