ঝালদায় কংগ্রেস কাউন্সিলর (Jhalda Congress Councillor) তপন কান্দুকে খুনের ঘটনায় ধৃত এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম কলেবর সিং। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের (Jharkhand) জরিডি থানা এলাকায় বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত।
মার্চের দ্বিতীয় সপ্তাহে ঝালদা পুরসভার সদ্য জয়ী কাউন্সিলর তপন কান্দুকে (Tapan Kandu) গুলি করে মোটর বাইকে উঠে চম্পট দেন কয়েকজন দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে কাউন্সিলরকে রাঁচিতে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। যদিও সেই হাসপাতালে ভর্তির আগেই মৃত্যু হয় কাউন্সিলরের।
আরও পড়ুন: 'আমি আনারুলকে সরাতেই চেয়েছিলাম', আশিস ব্যানার্জি রাখতে বলেন', বিস্ফোরক দাবি অনুব্রত'র
নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো দীপক এবার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হন। কিন্তু হেরে যায়। এই মৃত্যুর তদন্তে নেমে প্রথমে তাকে আটক করে পুলিশ। নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট জানিয়েছে, তিনদিনের মধ্যে এই মামলার কেস ডায়েরি আদালতকে দিতে হবে। নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা সহ তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয় আদালত।