দুর্গা পুজোর (Durga Puja) বাদ্যি বেজে গিয়েছে। জোর প্রস্তুতি চলছে বনেদি বাড়িগুলো থেকে শুরু করে বারোয়ারি, ক্লাবগুলিতেও। তবে এই শারদীয়ার জাঁকজমক থেকে দূরে বেশ কিছু প্রত্যন্ত মন্দিরে নিয়ম নিষ্ঠা সহকারে পুজো চলে আসছে। ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের পাথরকাটি গ্রামের জয়চণ্ডী মন্দিরে সারাবছরই নিত্য পুজো হয়। লোধা অধ্যুষিত এই জাগ্রত মন্দিরে নিত্যপুজো কোনও ব্রাহ্মণ করেন না। লোধা জনজাতির মানুষরাই এই দেবীর পুজো করে আসছেন।
পাথরকাটি গ্রামের জয়চণ্ডী মন্দির প্রতিষ্ঠার পিছনে এক অলৌকিক গল্প প্রচলিত আছে। এই অঞ্চলে বাস লোধা এবং শবর জনজাতির মূলত শিকার করেই দিন চালায়। এই মন্দির ১০০ বছরের পুরোনো।
Durga Puja 2023 : অষ্টমীতে নিজেই নিজের ভোগ রাঁধেন মা, চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরের মা চতুর্ভুজা
কয়েক পুরুষ আগে রাম লোধা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বেশ কয়েকদিন ধরে জঙ্গলে কোনও শিকার পাচ্ছিলেন না। শেষে একদিন তাঁকে দেবী স্বপ্নদেশ দিয়ে বলেন জংলী ধুনো, ফলমূল ও চিটাগুড়ের লাড্ডু দিয়ে পুজো করলেই তিনি সন্তুষ্ট হবেন।এরপর থেকেই এই মন্দিরে নিত্য পুজো চলে আসছে। কথিত আছে, এরপরই তাঁদের শিকার আস্তে শুরু করে। সেই থেকে আজও চলে আসছে জয়চণ্ডী দেবীর পুজো।