ধর্ষণে বাধা দিয়েছিলেন ২৩ বছরের তরুণী। 'শাস্তি' হিসেবে তরুণীকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তিন আত্মীয়-সহ চার জনের বিরুদ্ধে। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
দু'সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। শেষ রক্ষা হল না। রবিবার মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাটি ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগের। ইতিমধ্যেই ওই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করেছে হাজারিবাগ পুলিশ। এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি কাউকে।
অভিযোগ, গত ৭ জানুয়ারি ওই তরুণীর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে চারজন। অভিযুক্তদের মধ্যে তিনজনই তরুণীর আত্মীয়। ধর্ষণের চেষ্টায় বাধা দিতে গেলে তরুণীর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ৭০ শতাংশ পুড়ে যায় তাঁর দেহ। তরুণী পুলিশকে জানিয়েছিলেন, প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন- যতকাণ্ড বন্দে ভারতে ! মালদহ স্টেশনে এবার চলন্ত ট্রেনে উঠতে গেলেন এক ব্যক্তি
যদিও তরুণীর স্বামীর দাবি, স্ত্রীকে তিনি হাসপাতালে ভর্তি করেছেন। স্বামীর বয়ানে অসংগতি মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত চার ব্যক্তি ছাড়াও তরুণীর স্বামীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। এও জানা গিয়েছে, মৃত তরুণী ওই ব্যক্তির চতুর্থ স্ত্রী। এর আগে আরও তিনটি বিয়ে করেছিলেন তিনি। মৃতের পরিবার অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে।