বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য হাতে পাচ্ছেন সিবিআই আধিকারিকরা । সিবিআই সূত্রে জানা যায়, শুধু মোবাইল নয়, বাড়ির আমবাগানের পুকুরে দু’টি পেনড্রাইভ এবং একটি হার্ডডিস্কও ছুড়ে দিয়েছিলেন জীবনকৃষ্ণ । এবার তদন্তকারীদের হাতে আসল একটি সিঁদুর কৌটো । যেখানে ফোনের মেমারি কার্ড লুকিয়ে রেখেছিলেন তিনি । আর ওই মেমারি কার্ডেই রয়েছে নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য । এছাড়া, বিধায়কের বাড়ি থেকে প্রায় দু’বস্তা নথি উদ্ধার করা হয়েছে ।যার মধ্যে প্রাইমারি, আপার প্রাইমারি এবং নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড রয়েছে বলে সূত্রের খবর। সেইসঙ্গে একটি ডায়েরি উদ্ধার হয়েছে ।
শুক্রবার বেলা ১২ টা থেকে বিধায়কের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই । ওই দিন বিকেলে, শরীর খারাপের নাম করে বাইরে বেরিয়ে দু'টি মোবাইল পুকুরে ছুঁড়ে দেন বিধায়ক । পুকুর জল ছেঁচে তুলেও এখনও সেই মোবাইলের খোঁজ মেলেনি । এদিকে, তল্লাশির সময় ল্যাপটপের হার্ডডিস্ক পাচ্ছিলেন না তদন্তকারীরা । বিধায়ককে জিজ্ঞাসাবাদ করলে তিনি হার্ডডিস্ক ও পেন ড্রাইভ পুকুরে ৎেলে দেওয়ার কথা স্বীকার করেন । সেগুলিরও খোঁজ চলছে । এদিকে, শনিবার সকাল থেকে জীবনকৃষ্ণের দুই আত্মীয়ের বাড়িতেও নতুন করে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা ।