কম্বল বিতরণ কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারি -সহ পাঁচ বিজেপি নেতার আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে। এর আগে জিতেন্দ্রের স্ত্রী চৈতালি তিওয়ারির আগাম জামিনের আবেদনও খারিজ করে হাই কোর্ট।
উল্লেখ্য, আসানসোলে গত ১৪ ডিসেম্বর শিবচর্চা ও কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি। শুভেন্দু অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার পরই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের।
এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়। পুলিশ প্রশাসন জানান, কোনও লিখিত অনুমতি নেওয়া হয়নি। মামলা দায়ের হয়। মৃত ঝালি বাউড়ির ছেলে সুখেন আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। মামলা দায়ের করা হয় জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও।