ভর্তি নিল না SSKM, প্রেসিডেন্সি জেলেই ঠাঁই হল জিতেন্দ্র তিওয়ারির। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কম্বল কাণ্ডে অভিযুক্ত জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার পরীক্ষানিরীক্ষা করে জানান তাঁকে এই মুহূর্তে ভর্তি করার দরকার নেই। তাই প্রেসিডেন্সি জেলেই ঠাঁই হয়েছে জিতেন্দ্রর। এই একই জেলে রয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার জিতেন্দ্রকে ভর্তি করা হয়েছিল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে, এরপর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। যদিও পরে সেখান য়হেকে তাঁকে ছেড়েই দেওয়া হয়।
IPL 2023: আকাশের মুখ ভার, লেগেই আছে ঝিরঝিরে বৃষ্টি, আজ আইপিএলের প্রথম ম্যাচ হবে তো?
উল্লেখ্য, ৮ দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর সোমবার বিজেপি নেতাকে আসানসোল সিজেএম আদালতে হাজির করানো হয়। এজলাসে দুই পক্ষের উত্তপ্ত বাদানুবাদ হয়। রায়দান প্রথমে স্থগিত রাখেন আসানসোলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তরুণ কুমার মণ্ডল। শেষে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
গত ১৪ ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণডাঙায় কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়ে ৩ জনের। ওই ঘটনায় জিতেন, তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ মোট ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়। ঘটনায় ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। গত ১৮ মার্চ নয়ডা থেকে গ্রেফতার করা হয় জিতেন্দ্র তিওয়ারিকে। নিয়ে যাওয়ার হয় আদালতে।