অপেক্ষার দিন শেষ হতে চলেছে । আরও একধাপ এগোতে পারে জোকা-ধর্মতলা মেট্রো পরিষেবা । এখন তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে । মেট্রো রেল সূত্রে খবর, পুজোর আগেই চালু হয়ে যেতে পারে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা ।
সম্প্রতি, মাঝেরহাট স্টেশন পরিদর্শন করেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার । কাজের অগ্রগতি খতিয়ে দেখে তিনি জানিয়েছেন,দ্রুত গতিতে কাজ এগোচ্ছে । সব ঠিক থাকলে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলাচল শুরু হতে পারে পুজোর পর থেকেই । ২০২৬ সালে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করছেন তিনি । জোকা-তারাতলা রুটে এমনিতেই যাত্রী সংখ্যা কম । তবে, মাঝেরহাটের মেট্রো চালু হলে যাত্রী সংখ্যা তিন গুণ বাড়বে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ ।
উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান শুরু হয়েছে । এখন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ট্রায়াল রান চলছে ।