বছর শেষে নিত্যযাত্রীদের জন্য সুখবর । জোকা-তারাতলা মেট্রো রুট ডিসেম্বরেই চালু হচ্ছে । আগে জানা গিয়েছিল ডিসেম্বরের শেষে এই মেট্রো রুট চালু হবে । তবে, মেট্রো সূত্রে খবর, বাণিজ্যিক ভাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে পারে পরিষেবা । ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন মিলেছে ।
মেট্রো পরিষেবা যাতে দ্রুত চালু হতে পারে, তার প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়েছে । নন-এসি রেক দিয়ে ট্রায়াল হয়েছে আগেই । সম্প্রতি, এসি রেক পাঠানো হয়েছে জোকায় । মেট্রো সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যে এসি রেক চালিয়ে লাইন পরীক্ষা করা হবে । জোকা-বিবাদীবাগ মেট্রোর জোকা-তারাতলা অংশের মেট্রো পরিষেবা চালু হলে ডায়মন্ড হারবার রোডের চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে । তাই শনিবার ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অধীনে দুটো আউটপোস্টের উদ্বোধন হয় । দু'টি আউটপোস্টের একটি সখেরবাজারে ও অন্যটি জোকায় ।
জোকা-তারাতলা রুটে মোট ছ'টি স্টেশন ।জোকা,ঠাকুরপুকুর,সখেরবাজার,বেহালা চৌরাস্তা,বেহালা বাজার,তারাতলা। যদিও, এই স্টেশনগুলিতে এখনও স্মার্টগেট বসানো হয়নি। তাই, প্রাথমিকভাবে পেপার টিকিট দিয়ে চালু হতে পারে পরিষেবা।
উল্লেখ্য, জুলাই মাসে নোয়াপাড়া কারশেড থেকে নন এসি ৮ টি রেক এনে, জোকার কারশেডে জুড়ে দেওয়া হয়েছিল। সেই রেক ছুটিয়েই সম্পন্ন হয়েছে ট্রায়াল রান। সেপ্টেম্বরে সারা হয়েছে এই রুটের তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগের কাজ । আপাতত একটি মেট্রোই এই রুটে দিনভর চলবে, পরে যাত্রী বাড়লে রেলের সংখ্যাও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এই রুটে মেট্রো চলাচল শুরু হলে উপকৃত হবেন বেহালা-ঠাকুরপুকুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ।