উত্তরাখণ্ডের জোশীমঠে (JoshiMath) ধস ক্রমেই ভয় ধরাচ্ছে দার্জিলিং, (Darjeeling) কালিম্পং, (Kalingpong) কার্শিয়াং (Kurseong) বা সিকিমের (Sikkim) বিস্তীর্ণ এলাকা নিয়ে। জোশীমঠের বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে অনিয়ন্ত্রিত নগরোয়ান্নণ।
একই রকম ভাবে নগরোয়ান্নণ হয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের এলাকাগুলিতে। এছাড়াও এই এলাকাগুলি ধস এবং ভূমিকম্প প্রবণ। ফলে আগামী দিনে এই এলাকাগুলির বিপর্যয়ের আশঙ্কা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন- প্রতিটি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রেই সিসিটিভি, প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া মধ্যশিক্ষা পর্ষদ
সম্প্রতি দার্জিলিং শহরে ১৩২টি অবৈধ নির্মাণ চিহ্নিতকরণ করা হয়েছিল। কিন্তু পুরসভার পালাবদলের জেরে থমকে গিয়েছে সেই কাজ। কবে কাজ শুরু হবে তা এখনও জানা যায়নি। ফলে, জোশীমঠে ঘটনার পর একপ্রকার আতঙ্কেই কাটছে পাহাড়বাসীর দিন।