বাংলায় প্রথম নির্বাচনী জনসভায় কংগ্রেস-তৃণমূলকে একযোগে আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। রবিবার বহরমপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন তিনি। সভা থেকে জয়বাংলা স্লোগানও দিলেন তিনি। এদিন বহরমপুর কেন্দ্রের আগে রানাঘাটেও জনসভা করেন জেপি নড্ডা।
রবিবার বহরমপুর লোকসভার বড়ঞা বিপ্রশেখর অঞ্চলের জালিবাহান মাঠে জনসভা ছিল বিজেপির। দুর্নীতি, সন্দেশখালি, কেন্দ্রের প্রকল্পে বাধা, কাটমানি, একাধিক বিষয় নিয়ে আক্রমণ শানান তিনি। তৃণমূলকেই মূলত আক্রমণ করেন তিনি। কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সভাপতি।
মুর্শিদাবাদে সন্দেশখালি প্রসঙ্গকে সামনে রেখে সুর চড়ান জেপি নড্ডা। তিনি বলেন, "রবীন্দ্রসঙ্গীতের বদলে বাংলায় এখন বোমা, বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। শাহজাহানকে আড়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে মহিলাদের উপর যা অত্যাচার হয়েছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হয়েছে।" সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেন তিনি। CAA প্রসঙ্গেও তৃণমূলকে আক্রমণ করেন তিনি। নড্ডার দাবি, "অনুপ্রবেশকারীরা মমতাদিদির কে হন? এদের প্রতি এত সদয়? এই তোষণের রাজনীতির বিরোধিতা করি।"