সামনের পঞ্চায়েত নির্বাচনকেই পাখির চোখ করে কোমর বাঁধছে রাজ্য বিজেপি (BJP), জল মাপতে দ্বিতীয়বার বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়ে বঙ্গ সফরে এসেছিলেন জগৎপ্রকাশ নাড্ডা (JP Nadda)। বৃহস্পতিবার নদিয়ার বেথুয়াডহরির সভায় যোগ দিয়েছিলেন নাড্ডা, সভায় ছিলেন সুকান্ত,শুভেন্দু দিলীপও। সভা থেকেই তৃণমূলকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
একাধিক ইস্যুতে ‘তৃণমূল’কে নজিরবিহীন আক্রমণ করে বঙ্গবাসীকে ‘ভোক্যাল টনিক’ দিলেন নাড্ডা। হুঁশিয়ারি দিয়ে নাড্ডা বলেন, “তৃণমূলের গুন্ডামি রুখতেই হবে। নাহলে গোটা রাজ্য বড়সড় বিপদে পড়বে। আর তৃণমূলের এই গুন্ডামি রুখতে একটাই রাস্তা রয়েছে। এই বারের ভোটে বাংলায় আপনাদের পদ্মফুল ফোটাতে হবে।” কেন্দ্রের পাঠানো টাকায় তৃণমূল দুর্নীতি করেছে বলে দাবি করে নাড্ডা আরও বলেন, ‘গরু, বালি, কয়লা এমনকী শৌচাগার থেকেও টাকা খাচ্ছে তৃণমূল কংগ্রেস। ওরা সংবিধান পর্যন্ত মানেন না। সংবিধান না মানলে জনতা বিচার করবে। আপনারা পদ্মে ভোট দিন। আমরা চোরদের জেলে ভরব।’