একুশের নির্বাচনের পর দু' দিনের সফরে এই প্রথম বাংলায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। মঙ্গলবার রাত ৯টা নাগাদ দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। অভিমান ভেঙে কলকাতায় নাড্ডার বৈঠকে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) উপস্থিত থাকার জন্য আগেই বার্তা দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব।
বিমানবন্দর থেকে নড্ডা সোজা চলে যান নিউটাউনের হোটেলে। রাতেই তাঁর সঙ্গে কথা হয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
দু’দিনের এই কর্মসূচিতে বুধবার সকাল সাড়ে ১১টায় চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে অংশ নেবেন নড্ডা। দুপুরে চন্দননগরে দলের একটি বৈঠকে যোগ দেওয়ার কথা। বিকালে ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার সকাল ৯টায় বেলুড়ে যাবেন নড্ডা। ওই দিন দুপুর থেকে দলের সাংসদ-বিধায়ক এবং রাজ্য বিজেপির পদাধিকারীদের নিয়ে একাধিক বৈঠক করবেন। বৃহস্পতিবার বিকেলে কলামন্দিরে একটি নাগরিক সভাতেও যোগ দেওয়ার কথা আছে তাঁর।