পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বৃহস্পতিবার দিনভর বাংলায় থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নদীয়া জেলায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। জনসভা করার পাশাপাশি দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন বিজেপি কর্মসূচি। রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই নাড্ডার নদীয়া সফর৷ সেই সঙ্গে নজরে রয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতিও।
বুধবার রাতেই কলকাতা বিমানবন্দরে নেমেছেন নাড্ডা। তাঁকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। বিমানবন্দর থেকে হোটেলে যান নাড্ডা। বৃহস্পতিবার প্রথমে তাঁর যাওয়ার কথা ইসকনের সদর দফতর মায়াপুরে। সেখানে পুজো দেবেন তিনি৷ কথা বলবেন ভক্তদের সঙ্গে।
মায়াপুর থেকে বেরিয়ে সড়কপথে বিজেপি সভাপতি যাবেন বেথুয়াডহরীতে। সেখানে দলীয় জনসভায় বক্তৃতা করবেন তিনি৷ এরপর নদীয়ার জেলা সদর কৃষ্ণনগরে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে নির্বাচনী রণকৌশল নিয়ে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। এরপর কলকাতা বিমানবন্দর হয়ে দিল্লি ফিরবেন বিজেপি সভাপতি।
সাংগঠনিক ভাবে নদীয়া দক্ষিণে বিজেপির সংগঠন তুলনামূলক ভাবে শক্তিশালী। তবে নদীয়া উত্তরে বিজেপি দুর্বল। সেখানে শক্তিবৃদ্ধি নিয়ে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন বিজেপি সভাপতি৷ আলোচনা হতে পারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র নিয়েও।