যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্য়ুতে অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে বিস্তারিত একটি রিপোর্ট জমা দিল সেখানকার অভ্যন্তরীণ তদন্ত কমিটি। জানা গিয়েছে, ব়্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকায় চার জন পড়ুয়াকে আজীবন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে ওই রিপোর্টে। পাশাপাশি একাধিক পড়ুয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়েও জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী ব়্যাগিং বন্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।
৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় অভ্যন্তরীন তদন্ত কমিটি গঠন করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার চূড়ান্ত রিপোর্ট জমা করল ওই কমিটি। সেখানেই দোষী পড়ুয়াদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার বিষয়ে জানানো হয়েছে।
Read More- ২৪ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করতে হবে যাদবপুরের প্রাক্তনীদের, নির্দেশ আদালতের
ওই তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, ঘটনার দিন ওই হোস্টেলে যাঁরা ছিলেন তাঁরা অনেকেই ঘটনার সঠিক বর্ণনা দেননি। এমনকী ঘটনার মোড় অন্য দিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র মারফত খবর পাওয়া গেছে, ব়্যাগিংয়ের ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য একাধিক পড়ুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার মধ্যে ১৫ জন পড়ুয়াকে একটি সেমিস্টার এবং ১১ জন পড়ুয়াকে ২টি সেমিস্টার থেকে সাসপেন্ড করা হবে। এছাড়াও পাঁচজন পড়ুয়াকে মোট চারটি সেমিস্টারে বসতে দেওয়া হবে না। এমনকী এক গবেষক পড়ুয়াকে ক্যাম্পাসে আর ঢুকতে না দেওয়ার সুপারিশ করা হয়েছে ওই রিপোর্টে।