ইস্তফা দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ-এর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন । খুনের হুমকি চিঠি পাওয়ার পরেই ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।
শুক্রবার একটি হুমকি চিঠি পৌঁছয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যেখানে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই উপাচার্যর সঙ্গে যোগাযোগ করেন রেজিস্ট্রার। শনিবার সকালে তাঁর কাছে ই-মেইল মারফত নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন স্নেহমঞ্জু বসু। যদিও ইস্তফা পত্র গৃহীত হয়নি বলেই জানিয়েছেন উপাচার্য বুদ্ধদেব সাউ।
শুক্রবার রেজিস্ট্রারের কাছে যে চিঠি পৌঁছয় তাতে লেখা ছিল, ছাত্র মৃত্যু কাণ্ডে ধৃত সৌরভ চৌধুরীর কিছু হলে দেখে নেওয়া হবে। এমনকী, প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। স্বভাবতই ওই চিঠি পাওয়ার পরেই উদ্বিগ্ন হয়ে ওঠেন স্নেহমঞ্জু বসু।
এরপর শুক্রবারই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই উপাচার্যের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন।