যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি তুললেন অরিত্র মজুমদার ওরফে আলু। বুধবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছিলেন তিনি। সেখানেই এবিষয়ে মন্তব্য করেন।
ছাত্র মৃত্যুর পর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না আলুর। জল্পনা উঠেছিল, তিনি নাকি ভিন রাজ্যে আশ্রয় নিয়েছেন। কিন্তু মঙ্গলবার একটি ফেসবুক পোস্ট করেন অরিত্র মজুমদার। ছাত্র মৃত্যু এবং পরবর্তী সময়ে তাঁর না থাকার বিষয়ে বিস্তারিত জানান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বলে নিজের করা পোস্টে জানিয়েছেন তিনি।
এদিকে মঙ্গলবার রাতেই তাঁকে ডেকে পাঠায় যাদবপুর থানার পুলিশ। মধ্যরাত পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়। এরপর বুধবার ফের বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তিনি।
Read More: সৌরভকে বাঁচাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যাদবপুরকাণ্ডে আদালতে দাবি পুলিশের
বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ছাত্র মৃত্যুর বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়। তবে সব প্রশ্নের শেষে তাঁর বক্তব্য, ‘‘আমি চাই দোষীরা চিহ্নিত হোক। এখন যে হেতু তদন্ত প্রক্রিয়া চলছে তাই এর বেশি আমি কিছু বলব না।’’
এদিকে মঙ্গলবার তলব করা হয়েছিল হস্টেলের রাঁধুনিকে। এছাড়াও ক্যান্টিনের আরও পাঁচ কর্মীকে তলব করা হয়েছে বুধবার।